একেক জনের ভঙ্গি আলাদা তাই যেভাবে পড়তে স্বাচ্ছন্দ অনুভব করেন সেভাবেই পড়ুন শুধু মনে রাখবেন পড়াগুলো বুঝে ভালবেসে পড়বেন, শুধুমাত্র পরীক্ষায় নাম্বারের জন্য না নতুন কিছু শেখার জন্য পড়বেন আর যা কিছু পড়ছেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগের চেষ্টা করবেন তাহলেই সহজে পড়া মুখস্ত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যেভাবেই পড়েন না কেন আপনার মনোযোগ পড়ার দিকে রাখতে চেষ্টা করবেন। আর মুখস্ত করার বিষয়গুলো পড়ার সময় অবশ্যয় নিরব এবং কোলাহল মুক্ত যায়গায় বসুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পডা মুখস্ত করার সময় মনোযোগ দিয়ে শব্দ করে পডা উত্তম। এতে তারাতারি আয়ত্ত হয় এবং মনেও থাকে। কারণ শব্দ করে পডলে মস্তিষ্ক সেটা সহজেই গ্রহণ করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdnurnabi

Call

দ্রুত পড়া মুখস্থ করার ৮টি উপায়: লাইফ স্টাইল ডেস্ক : পড়া দ্রুত মাথায় ঢুকাতে শিক্ষার্থীদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে এই বিষয়ে বিশেষজ্ঞের দিয়েছে পরামর্শ। পড়াশোনা দ্রুত মাথায় ঢুকিয়ে নিতে এগুলো কার্যকর উপায়। ১. জোরে পড়ুন : জোরালো কণ্ঠে পড়ুন। জোরে পড়লে মাথায় তথ্য দ্রুত ঢুকে যায়। যেমন একটি গান যখন শোনেন, তখন তা দ্রুত মনে পড়ে। যা পড়ছেন তা কানে প্রবেশ করলে দ্রুত মুখস্থ হবে। ২. লক্ষ্য স্থির করুন : পড়তে বসলে নিজের লক্ষ্য স্থির করুন। বইয়ের কত পাতা পর্যন্ত কত সময়ের মধ্যে শেষ করবেন তা ঠিক করে নিন। নয়তো মনোযোগ হারাবেন এবং সময়ের অপচয় হবে। ৩. নিজেই যখন শিক্ষক : নিজেই নিজের শিক্ষক হয়ে উঠুন। কি পড়লেন, কি মুখস্থ করলেন ইত্যাদি বুঝতে নিজেই শিক্ষকতা পালন করুন। নিজেই পরীক্ষা দিন এবং তা যাচাই করুন। ৪. নোট করুন : যাই শিখবেন তাই লিখে ফেলুন। এগুলো নোট করুন। লেখা হলে তা দ্রুত মাথায় ঢুকে যাবে এবং সহজে ভুলবেন না। ৫. ইন্টারনেটের ব্যবহার : আধুনিক যুগে পড়াশোনার বড় সুবিধা দেয় ইন্টারনেট। বিভিন্ন টপিক সম্পর্কে ধারণা নিন। যে বিষয়ে পড়ছেন তার সংশ্লিষ্ট অনেক কিছুই হয়তো বইয়ে নেই। এগুলো ইন্টারনেটে দেখে নিন। এতে ধারণা পরিষ্কার হবে। ৬. বিরতি দিন : একটানা অনেকক্ষণ পড়লে অস্থিরতা চলে আসবে। এর জন্যে নিয়মিত অল্প সময়ের জন্যে বিরতি নিন। ৭. চিউইং গাম : এটি চিবোতে পারেন। গবেষণায় দেখা গেছে, চিউইং গাম চিবোতে চিবোতে পড়লে তা মাথায় দ্রুত প্রবেশ করে। এ সময় মস্তিষ্কের কার্যক্রম দ্রুত হয় এবং গামের ফ্লেভার বেশ উপকারী হয়ে ওঠে। ৮. হাঁটুন : বেশ কিছুক্ষণ পড়ার পর ১৫-২০ মিনিট হেঁটে আসুন। এতে দেহের রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং মস্তিষ্ক বিশ্রাম পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

শরির নাড়িয়ে হোক আর যেভাবেই হোক আপনার লক্ষ্য হচ্ছে পড়া মুখস্ত করা, আপনি এভাবেই চালিয়ে যেতে পারেন, যদি সমস্যা মনে করেন তাহলে আপনার পড়ার সিস্টেমটা একটু পাল্টিয়ে দেখেন সমাধান পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ