Call

তুমি জেএসসি পরিক্ষার পর এসএসসিতে সাইন্স নিয়ে পড়তে পার অন্য শাখায় পড়লে ও সমস্যা নাই।তবে অন্যান্য বিষয়ের পাশাপাশি বেশি করে অংকের দিকে মনযোগ দিতে হবে।এসএসসি পরিক্ষার পর ভালো কোনো সরকারি বা বেসরকারিতে পলিটেকনিকে কম্পিউটারর ইনঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা করতে পারো ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম এ জে এস সি তে ভাল রেজাল্ট করবা,তারপর মধ্যমিক এ সাইন্স নিয়ে পরাশোনা করবা, তারপর তুমি এইচ এসসি কমপ্লিট করবা সাইন্স নিয়ে।তারপর ভালো কোন সরকারি অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এ বি এস সি ডিগ্রি নিবা।আর এই পুরো পড়াশোনার মধ্যে গনিত বিষয় টা কে খুব গুরুত্ব দিবা আর সেটা আজ আর এখন থেকে ই দিতে হবে।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ই দুইটা শাখা সফটওয়্যার আর হার্ডওয়্যার ।এই দুইটার যে কোনো একটা মেজর বিষয় হিসেবে নিবা।তুমি যেহুতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও তাই সফটওয়্যার মেজর নিবা।আর কখন কি করতে হবে সেটা তুমি নিজেই বড় হতে হতে বুঝ এ উঠতে পারবা।এখন জে এস সি পরীক্ষার দিকে মনোনিবেস করো।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এখন থেকেই, প্রোগ্রামিং শুরু কর।।। আর, ম্যাথ টা এক্টু ভালো করে পড়।। আর, ম্যাথ এর ব্যাসিক টা কিন্তু, Must Important... 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ