MakDalim

Call

আপনি যদি আইন বিভাগ এর স্নাতক/অনার্স বিভাগে পড়তে চান তাহলে আগে উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষায় ভালো করেন। আর আপনাকে পড়তে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাইলে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক/অনার্স করেন বাংলাদেশ বার কাউন্সিল-এ পরিক্ষা দিতে পারবেনা। আইন বিভাগ এর স্নাতক/অনার্স করলেই আপনি ওকালতি করতে পারবেন না যদি বার কাউন্সিল এর অনুমোদন না থাকে আর আর এখন শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর স্টুডেন্টরাই বার কাউন্সিল এ পরিক্ষা দিতে পারবে। সো, বি কেয়ারফুল এবাউট ইট। আর হ্যাঁ অন্যা যে কোন বিষয়ে অনার্স শেষ করেও আপনি ওকালতি পড়তে পারেন ওটাকে বলে “প্রফেশনাল এল.এল.বি”। তবে এটার গুরুত্ত্ব অনার্স কোর্সের চেয়ে অনেক দিক থেকে কম। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

ওকালতি পড়ার জন্য তোমাকে llb অনার্স কোর্স বা llb পার্সকোর্স করতে হবে ।llbঅনার্স কোর্সের জন্য তোমাকে সরকারি বিশ্ব বিদ্যালয়ের কলা অণুসদে ভর্তি পরীক্ষা দিতে হবে ।এছাড়া ও তুমি বার কাঊন্সিল অনুমোদিত যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ও এ কোর্স করতে পারো ।খরচ একটু বেশি।এরপর বার কাউন্সিলে পরীক্ষায় পাস করে সরাসরি ওকালতি প্র্যাকটিস করে ওকিল হতে পারবা ।

Talk Doctor Online in Bissoy App