শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি ফরমালিন টেষ্ট কিট ব্যবহার করে নির্নয় করতে পারবেন, ফর্মালিন আছে কিনা >>ব্যবহারবিধি: ১. কাঁচের টিউবটিতে ১টিউব পরিমান সাধারণ খাবার পনি দিয়ে মাছ/ সবজি/ ফল ধুয়ে উক্ত পানি পুনরায় টিউবটিতে ঢালুন। ২.এক ফোঁটা ফরমালিন টেস্টার দ্রবন নিয়ে টিউবটি ১০ থেকে ১৫ বার অথবা ৫ সেকেন্ড ঝাঁকান, সর্বোচ্চ ৩০ সেকেন্ড দ্রবনের বর্ন পর্যবেক্ষন করুন। ৩. টিউবটির মধ্যে জলীয় দ্রবন হলুদ বর্ন বা বর্নহীন হয়ে গেলে তা ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করে, সবুজ বা নীল হলে ফরমালিন নেই বলে প্রমানিত হবে। ৪. মাছ/সবজি/ ফলের ক্ষত স্থান বা বোঁটা নি:সৃত কষযুক্ত স্থান পরিহার করুন। ৫. প্রতিবার ব্যবহারের পূর্বে কাঁচের টিউবটি ভালোভাবে ধুয়ে নিন। ৬. প্রক্রিয়াজাতকৃত মাছ/ফল/সবজির ক্ষেত্রে দ্রবনটি কার্যক্রর নয়। >>>ভিডিওতে দেখুন: https://www.youtube.com/watch?v=pscl828xnsY

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ