প্রায় ৫ বছরের মত হবে আমার ঠোটে সাদা দাগ হয়েছে ৷ তবে আমার যা মনে হয় এটা আমার শ্বেতি রোগ নয় ৷ এতো দিনে দাগটি একটু কমেনি,বাড়েনি ৷ আর এই দাগটা হয়েছিল,তখন শীতে আমার ঠোট অনেক ফেটে গিয়েছিল,তারপর আমি প্রায়ই দাঁত দিয়ে বা হাত দিয়ে কাচা চামড়া তুলেছিলাম ৷ তার কিছুদিন পর থেকেই যেটুকু চামড়া তুলেছিলাম সেটুকু ঠোট সাদা হয়েছে ৷ মোটামুটিভাবে অনেক চিকিৎসা করেছি কিন্তু কোন লাভ হয়নি ৷ ঠোটের জন্য আমার খুব খারাপ লাগে ৷ পুরা চেহারাই যেন বদলে গেছে ৷ এখন আমি কি করতে পারি?কি চিকিৎসা নিলে ভাল হবে?বা এটার জন্য ঘরোয়া কোন চিকিৎসা আছে নাকি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুধের সর ঠোটে লাগাতে পারেন।এটা খুব কাজ দেয়.কোন তেল ব্যবহার করা যাবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ