Call
আপনি এক্ষেত্রে সেখানে লেবুর রস দিয়ে চেষ্টা করে দেখুন। তাতে লেবুর রস দিন। ****অথবা, কিছুটা সেভেন আপ বা প্রাণ আপ দাগের উপর ঢেলে দিন। ****অথবা, কিছুটা টুথপেষ্ট নিয়ে দাগের উপর লাগান। তারপর সেটি ভালো করে শুকান। এরপর ধুয়ে ফেলুন। আশা করি দাগ দূর হবে। সতর্ক: এমন ভাবে এসব করবেন না যাতে কাপড় ছিড়ে যায়।
Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

১) কাজে আসবে টুথপেস্ট-
কাপড় থেকে যে কোনো কালি ওঠাবার জন্য আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন ভালো করে। তারপর কাপড়টি স্বাভাবিক ভাবেই শুকিয়ে ফেলুন। শুকিয়ে গেলে সাধারণ সাবান দিয়ে ধুয়ে নিন, ধোয়ার সময় হালকা ব্রাশ দিয়ে ঘষুন। দেখবেন কালি অনেকটাই চলে গেছে।
২) কাঁচা দুধ-
আক্রান্ত স্থান টুকুন কাঁচা দুধে চুবিয়ে রাখুন। দুধ কলমের কালি শুষে নিতে পারে। ৩০ মিনিট পর ভাল করে জায়গা টুকুন চিপে নিয়ে সাবান ঘষে ধুয়ে নিন।
৩) লেবুর রস-
সাদা কাপড় হলে আক্রান্ত স্থান লেবুর রসে ভিজিয়ে রাখুন। তারপর সাবধানে ধুয়ে নিন যেন কালি ছড়িয়ে না যায়।

Talk Doctor Online in Bissoy App