MituShaleh

Call

অনেক দিনের স্কুল ছুটি শেষে বাচ্চাদের আবার পুনরায় স্কুলের গতানুগতিক ছকে বাধা অভ্যাসে ফিরিয়ে আনা অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। এজন্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও কিছুটা কৌশলী হতে হবে। যাতে করে বাচ্চারা ভয় না পেয়ে অতি সহজেই তাদের পুরনো রুটিনে ফিরে আসতে পারে। যেমন- ১। সাধারণত স্কুল ছুটি দিলেও ছুটিতে বাড়ির জন্য কিছু কাজ স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। ছুটিতে রুটিন মাফিক সেই কাজ গুলো করিয়ে নিলে বাচ্চারা কিছুটা হলেও পড়ালেখার সাথে যুক্ত থাকবে। পাশাপাশি অল্প অল্প করে পুরনো পড়া গুলো ঝালিয়ে নিতে পারেন। ২। সবসময় পাঠ্য বই পড়তে হবে এমন কথা নেই, ছুটিতে মজার মজার শিক্ষনীয় গল্পের বই, কবিতার বই বাচ্চাদের হাতে তুলে দেয়া যেতে পারে। বা বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন রংপেন্সিল ও ড্রয়িং খাতা। ৩। স্কুল খোলার কিছুদিন আগে থেকেই বাচ্চাদের মানসিক ভাবে প্রস্তুত করে নিতে হবে। স্কুলে গেলে বন্ধুদের সাথে আবার দেখা হবে, ছুটিতে সে কি কি করেছে বলতে পারবে পাশাপাশি বন্ধুরা কে কি ভাবে ছুটি কাটাল তাও জানতে পারবে এসব বলে বাচ্চাকে স্কুলে যেতে উৎসাহিত করা যেতে পারে। ৪। ছুটিতে বাচ্চারা স্কুলের নিয়ম কানুন মোটামুটি ভুলেই বসে তাই গল্প করার ছলে তাদের স্কুলের নিয়ন কানুন গুলো মনে করিয়ে দেয়া যেতে পারে। ৫। কিছুদিন আগে থেকেই সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাসটা ঝালিয়ে নিতে পারেন। এতে করে বিপত্তি কিছুটা কমে আসবে। ৬। স্কুলের শিক্ষকরা শুরুতেই মুল পাঠে না গিয়ে কে কিভাবে বন্ধ কাটাল তা নিয়ে গল্প করতে পারে বা ছবি আঁকতে দিতে পারে। ধীরে ধীরে ভয় কেটে গেলে মুল পাঠে যাওয়া যেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ