Call

কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সহজলভ্য কিছু উপাদান যেমন গ্লিসারিন, শশা, গোলাপজল আপনার ত্বককে খুব দ্রত উজ্জ্বল এবং সুন্দর করে দিতে পারে। কয়েক টুকরা শশার সাথে পরিমান মত গোলাপজল এবং গ্লিসারিন মিক্স করে পেস্ট করে ঘুমা্নোর আগে মুখে লাগিয়ে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পেস্ট টি খুব বেশি পাতলা ও না হয় অথবা ঘন ও না হয়। সকালে ঘুম থেকে উঠে তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। মুখের মধ্যে লেবু লাগান কারন এটা ব্লীচ এর একটি প্রধান উপাদান। এটি মুখের সাভাবিক উজ্জলতা ফিরিয়ে আনবে। লক্ষ্য রাখতে হবে, যাদের ত্বকে লেবু দিলে জ্বলুনি হয় তাদের লেবু ব্যবহার না করাই ভালো। ত্বকে আলুর রস লাগালে মুখের পোড়াভাব দূর হয় এবং মুখের উজ্জল্যতা ফিরে আসে। চোখের নিচে কালো দাগ দূর করতে আলুর রস খুবই উপকারি। আলু পেস্ট করে চোখের উপর লাগিয়ে ১০ মিনি্ট চোখ বন্ধ করে রাখতে হবে। তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। এইভাবে কয়েকদিন ব্যবহার করলে কাল দাগ দূর হয়। যেকোন ধরনের পার্টি তে যাওয়ার আগে একটা কলা চটকে, তার সাথে পাকা পেপে মিক্স করে ভাল করে পেস্ট তৈরী করে নিন। তারপর সেটা পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে দেখুন সেই উজ্জলতা। মুখের মরা কোষগুলো কে দূর করার জন্য পেপের রশ অতন্ত্য উপকারি। এটা প্রতিদিন ব্যবহার করলে রোদে পোড়া ভাব দূর হয়। তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রশ এর সাথে পেপে মিক্স করে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রঙ পরিস্কার হবে। এবং মুখের তেল কেটে যাবে। ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে নিয়ে মুখে লাগান। এতে স্কিন অনেক নরম ও উজ্জ্বল হয়। কমলার খোসা ছিলে নিয়ে সেটাকে প্রথমে শুকিয়ে নিন। তারপর সেটাকে গুরো করে দুধ এর সাথে মিশিয়ে পেস্ট করে নিন। তারপর সেই পেস্ট পুরো মুখে ও গলায় মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে। জিঙ্ক এবং ল্যাক্টিকএসিড স্কিন এর জন্য অনেক ভালো। তাই টক দই ভালভাবে পেস্ট করে মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষন পর মুখ ধুয়ে দেখুন ইন্সট্যান্ট ফর্সাভাব। মুখের স্কিন এর ক্ষেত্রে গোলাপজল একটি গুরুত্তপুর্ন উপাদান। প্রতিদিন তুলায় গোলাপজল দিয়ে মুখ পরিস্কার করুন। রঙ ফর্সা হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ