Waruf

Call

বেশি নেট চালালে চার্জ খরচ হবেই, এর প্রতিকার নাই। তবে স্ট্রং সিগনাল নেটওয়ার্ক পেলে চার্জ খরচ কম হয়। অল্প নেটওয়ার্কে চার্জ বেশি খরচ হয়, ফোন গরম হয়। ৪জি চালান কিছুটা চার্জ কম খরচ হবে। চার্জ ধরে রাখার উপায়ঃ ১। কম এপস ব্যবহার করুন। প্রয়োজনের বাইরের গুলো আন ইন্সটল করুন। রানিং এপস কম রাখুন, নোটিফিকেশন অফ রাখুন। ২। গেম এপস  খেলার শেষে আন ইন্সটল রাখতে চেষ্টে করুন। ৩। ব্লুটুথ,  লোকেশন সার্ভিস অফ রাখুন। *রিস্ক উপায় ৪। ফোন রুট করুন, অপ্রয়োনীয় সিস্টেম এপস রিমুভ করুন। ৫। সিস্টেম থেকে গুগল ভয়েস এপটি রিমুভ করুন। এটিই একাই অতিরিক্ত চার্জের অর্ধেক খরচ করে। ৬। tts টক ব্যাক এপস রিমুভ করুন। ৭। মার্কেট ফিডব্যাক এপস রিমুভ করুন এগুলো করলে প্রচুর চার্জ থাকবে। তবে রিস্ক এর পরের কাজ গুলো না করার অনুরোধ জানাচ্ছি। এটির ভুল হলে ফোন নষ্ট হতে পারে। নিজ দায়িত্বে করবেন যা করতে চান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ