Call

রসায়নের সক্রিয়তা সিরিজ মনে রাখা খুব কঠিন কিন্ত একটু সৃষ্টিশীলভাবে চিন্তা করলে খুবই সহজ হয়ে পড়ে ।

সক্রিয়তার ক্রম-Li>k>Na>Ca>Mg>Al>Zn>Fe>Sn>Pb>H>Cu>Hg>Ag>Pt>Au
অধিক সক্রিয় থেকে কম সক্রিয় উল্ল্যেখ করা হলো ।
এবার তা কিভাবে মনে রাখবেনঃ
"লিটন কে না কে মেগগাইবার এলো যেন ফিরে সুস্মিতাকে পাবে হাই কুলাঙ্গার হাজ্বী আজ পিটাবে আমায়"।
আসলে এটা একটা ট্রীক।  যার সাহায্যে আপনি সহজেই সিরিজ সমূহ মনে রাখতে পারবেন।
★লিটন-Li
★কে-K
★না-Na
★কে-Ca
★মেগগাইবার-Mg
★এলো-Al
★যেন-Zn
★ফিরে-Fe
★সুস্মিতাকে-Sn
★পাবে-Pb
★হাই-H
★কুলাঙ্গার-Cu
★হাজ্বী-Hg
★আজ-Ag
★পিটাবে-Pt
★আমায়-Au
যদি বুজতে কোন সমস্যা হয় তাহলে মন্তব্যে জানাবেন।
ধন্যবাদ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ