আমি Jsc ইংরেজি পরিক্ষার জন্য কিভাবে উত্তরপত্রে নাম্বার লিখতে পারি?  যেমন,  Ans: to the question no:03 এভাবে লিখলে কী হবে? কিভাবে লিখলে ভালো হবে? এবং নাম্বার বেশি পাওয়া যাবে? দয়া করে বুঝিয়ে দিন? সঠিক টা বলবেন? pls.......help...me..?
Share with your friends
Call

Answer to the quetion no:-03 এইভাবে লিখে নিচে সবুজ কালারের আন্ডার লাইন করলেই সুন্দর ও মানসম্ত্য হবে।

Talk Doctor Online in Bissoy App

আমি জেএসসি পরীক্ষায় এভাবে লিখেছিলামঃ-

Ans. to the question no. 3

এবং আল্লাহর রহমতে বৃত্তিও পেয়েছিলাম।

এখন আপনার ইচ্ছা।

Talk Doctor Online in Bissoy App
Call

Ans: to the q: no. 3 এভাবে সহজ করে লিখতে পারেন। এবং এই লেখাগুলোর নিচে আন্ডারলাইন করে দিবেন।

Talk Doctor Online in Bissoy App

প্রশ্নের নম্বর লেখার নিয়মাবলিঃ

  • উত্তর লেখার আগে প্রশ্নানুসারে তার নম্বর সুন্দরভাবে স্পষ্টকরে মার্জিনের মধ্যবর্তী জায়গায় লিখতে হবে।
  • প্রশ্নপত্রে যেভাবে আউট লাইন দেওয়া আছে (যেমনঃ১। / ১. / (১) / (ক) / ক) / ক. ইত্যাদি) ঠিক তেমনি ভাবে নম্বর লেখার সময় সেই আউট লাইন ব্যবহার করতে হবে।
  • প্রশ্নের নম্বর পূর্ণরূপে লেখা উচিত, যেমন – ১। এর (ক) নম্বর প্রশ্নের উত্তরঃ
  • ইংরেজির ক্ষেত্রে লিখতে হবে- Answer to the Question No. 1   

তথ্যযসূত্রঃ The magic way to English  speaking বইয়ের ২য় পেজে।

Talk Doctor Online in Bissoy App
Call
৩ নং প্রশ্নের উত্তরঃ
লিখে আপনার প্রশ্নের উত্তর শুরু করবেন। আর আপনি যে নম্বরের উত্তর দিচ্ছেন সেটা সবুজ অথবা অন্য রঙ্গের কলম দিয়ে লিখবেন তাহলে শিক্ষকদের চোখে দ্রুত পড়বে আপনি কত নম্বরের উত্তর দিচ্ছেন।।


আর হ্যাঁ, আপনি হেডিং এর কোন নম্বরই পাবেন না। আপনার হাতের লেখা। আপনি উত্তর লেখার কৌশলই আপনাকে পূর্ন নম্বর পেতে সাহায্য করবে।
Talk Doctor Online in Bissoy App
Call

Answer to the question no. 3 এভাবে লিখতে পারেন। তবে সময় সাশ্রয়ের জন্য Ans. to the que. no. 3 এভাবেও লিখতে পারেন। লেখাটি নীল রঙের কালির কলম দিয়ে লেখা যাবে। নীচে নীল দিয়ে আন্ডারলাইন করতে পারেন। কালো রঙ ব্যবহার করাই সর্বোত্তম, তবে সবুজ বা নীলের মধ্যে নীল দেয়াটাই ভালো । কখনো গ্লিটার পেন ব্যবহার করবেন না।

Talk Doctor Online in Bissoy App