অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই এ বিষয়টি লক্ষ করা যায় । অনেকেই আছে যারা ইংরেজী পড়তে পারে বুঝতে পারে এমনকি মুখস্ত ও করতে পারে । তবে লেখার সময় কিছুই মনে থাকে না । এর প্রধান কারন হলোঃ কোনো শিক্ষার্থী যখন ইংরেজী কোনো প্যারাগ্রাফ বা অন্যকিছু মুখস্ত করে, তখন তা লিখে না । এই না লেখার কারনেই পরে তা মনে থাকেনা । তাই আমি মনে করি আপনার ক্ষেত্রেও এমনটি হয়েছে । এজন্য আমি আপনাকে কিছু নির্দেশনা দিচ্ছি যা অনুসরন করলে অবশ্যই আপনি ফ্রি হ্যান্ড ভাবে লিখতে পারবেন । যেমনঃ আপনি যখন ইংরেজি কোনো কিছু মুখস্ত করবেন তখন মনোযোগ দিবেন একটি বাক্য বা শব্দের উপর নয় বরং অক্ষর গুলোর উপর । এবং একটি করে প্যারা বা ৪/৫ লাইন মুখস্ত করার পর তা খাতায় লিখতে শুরু করবেন । এভাবে যতটুকু পড়বেন ততটুকু লিখে রাখবেন । এবং সম্পূর্ণ মুখস্ত হবার পর যতবার ইচ্ছে লিখতে থাকুন । তারপর ২/১ দিন পর একবার দেখে নেওয়ার পর লিখতে শুরু করুন । দেখবেন আপনি ফ্রি হ্যান্ড ভাবেই লিখতে পারছেন । এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি ফ্রি হ্যান্ড ভাবে লিখতে সফল হবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ