আর যে কোনো ভাবে বীর্য বেরিয়ে আসলে গোসল ফরয কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মনিঃ পুরুষ বা স্ত্রীর কামভাবের সাথে যৌন উত্তেজনাপূর্ণ অবস্হায় যৌনাঙ্গ হতে যে পদার্থ বের হয় তাকে আরবিতে মনি বা বীর্য বলে। মনী হচ্ছে, সাদা, ঘন, গাঢ় তরল। স্ত্রী সঙ্গম, স্বপ্নদোষ, কল্পনাপ্রসূত কাম উত্তেজনায় যে কোন কারণেই এটা নির্গত হোক না কেন, এতে গোসল ফরজ হবে। মজিঃ কামভাবের প্রাথমিক উত্তেজনায় যে পিচ্ছিল পদার্থ বের হয় তাকে মজি বলে। এটা বের হবার পর উত্তেজনা আরো বৃদ্ধি পায়। এটা বের হলে পুরুষাঙ্গ এবং স্ত্রীলোকের যৌনাঙ্গের বাহিরে লাগলে ও কাপড়ে লাগলে তা ধৌত করে নিয়ে অযু করলেই পবিত্র হয়ে যাবে। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এমন ছিলাম যে, আমার অধিক মজি নির্গত হত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ যখন তুমি মজি দেখবে, তখন তোমার পুরুষাঙ্গ ধৌত করবে এবং সালাত-এর ন্যায় অজু করবে। আর যখন বীর্য নির্গত হয়, তখন গোসল করবে। (সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ১৯৩, ইরউয়াউল গালীলঃ ১২৫, আবূ দাউদঃ ২০০ হাদিসের মানঃ সহিহ)। কাপড়ে বীর্য শুকিয়ে থাকলে তা নাপাক সেই কাপড়ে নামাজ হবে না। আর যেকোনো ভাবে বীর্য বেরিলে আসলে গোসল ফরয হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ