Call

আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, Fe(26)= 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2. এখানে Fe2+ আয়নের ক্ষেত্রে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস 3s2 3p6 3d6 অর্থাৎ ২টি ইলেকট্রন ত্যাগ করে এবং Fe3+ আয়নের ক্ষেত্রে 3s2 3p6 3d5 অর্থাৎ ৩টি ইলেকট্রন ত্যাগ করে। এ কারণে আয়রনের যোজনী ২ ও ৩।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ