এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
ATIKrand1

Call

না ভাই এরকম করা যাবেনা।রবি থেকে গ্রামীন অথবা গ্রামীন থেকে রবি অথবা অন্য কোনো অপারেটর এ রিচার্জ করাতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ, যাবে । বাংলালিংক টু বাংলালিংক ট্রান্সফার করা যায় । এজন্য *1000# ডায়াল করুন । আপনি কোনো নির্দিষ্ট অপারেটরের নাম বলেন নি । তাই আমি বাংলালিংকের কথা বললাম ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call



ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

নতুন নিয়ম:

* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

রেজিস্টার করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI
  2. পাঠিয়ে দিন1000 নম্বরে
  3. ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR <স্পেস> **** (PIN) <স্পেস> 0171***(মোবাইল নম্বর) <স্পেস> 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।
  2. মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।
  3. ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।

PIN নম্বর পরিবর্তন করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN <স্পেস> পুরনো PIN নম্বর <স্পেস> নতুন PIN নম্বর <স্পেস> আবারো নতুন PIN নম্বর।
  2. যেমন: CPIN 1234 4321 4321
  3. পাঠিয়ে দিন 1000 নম্বরে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SBSurya

Call

যদি আপনার গ্রামিন সিমে এই পর্যন্ত ৬০০ টাকার বেশি ভরে থাকেন তাহলে ডায়াল করুন *121#.....তারপরে 1 নম্বরে যান.....তারপর 7 নম্বরে দেখুন লেখা আছে Balance Transfar , ওখানে যান । তারপর টাকা পাঠানো নম্বরটি বসান । তারপরে কত টাকা দিবেন সেটা বসান । তারপর আপনার Transfar কোড চাইবে যেটা শুধুমাত্র আপনি জানেন । ( যদি না যানেন তাহলে , 121 এ ফোন করে জানতে পারেন ) কোডটি বসিয়ে টাকা পাঠিয়ে দিন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ