Call

কারো জুমাআর নামাজের এক রাকাআত ছুটে গেলে বাকি আর এক রাকাআত ইমামের সালাম ফেরানোর পর উঠে বাকি আর এক রাকাআত পড়ে নিলে তার জুমাআর নামাজ হয়ে যাবে।

ইমাম যখন শেষ বৈঠক শেষে সালাম ফিরাবে, তখন আপনি সালাম না ফিরিয়ে উঠে যাবেন। প্রথম রাকাআত যেভাবে আদায় করে থাকেন সেভাবে উক্ত রাকাআতটি আদায় করবেন। তথা প্রথমে সূরা ফাতিহা পড়বেন। তারপর একটি সূরা মিলাবেন।

এরপর রুকু সেজদা করে আখেরী বৈঠক করবেন। বৈঠকে তাশাহুদ, দরুদ, মাসুরা শেষে যথা নিয়মে নামায শেষ করবেন।

কিন্তু যদি কেউ দ্বিতীয় রাকাআতের রুকু শেষ হওয়ার পর জামাআতে যুক্ত হয়, তাহলে সে জুমাআর নামাজ পাবে না। এই অবস্থায় তাকে যোহরের ৪ রাকআত আদায়ের নিয়তে জামাতে শামিল হয়ে ইমামের সালাম ফিরার পর ৪ রাকআত ফরজ পড়তে হবে। (ফাতাওয়া ইসলামিয়াহ, সৌদি উলামা-কমিটি ১/৪১৮, ৪২১)।

হাদিসে এসেছে, ইবনে মাসঊদ (রাঃ) বলেন, যে ব্যক্তি জুমাআর এক রাকাআত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকাআত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাকাআতের) রুকু না পায়, সে যেন যোহরের ৪ রাকাআত পড়ে নেয়। (ইবনে আবী শাইবা, ত্বাবারানী, বায়হাকী, আলবানী : ৬২১)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ