আসলে কেও কেও বেশি আবেগের ঠেলায় এই কথাটা বলে ফেলে.কিন্তু বেশি ভাগ ক্ষেত্রেই তা কার্যকর করা অসম্ভব.কিন্তু তাই বলে এই নয় যে পৃথিবীতে কোনো ভালবাসা নাই সব ডায়লগ.আসলে এ কথাটা বলে মানুষের ভিতরের কষ্টের অনুভুতিটা কে গভীর ভাবে মানুষ বুঝতে চায়.খুজলে কিন্তু এমন অনেক নজির পাওয়া যাবে যারা ভালবাসার মানুষটিকে না পেয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছে.যদিও সংখায় খুব কম. তবে একটা কথায় আছে (গভীর শোক ও তীব্রতা হারায় দীর্ঘ দিনের ব্যবধানে)..এটাই নিয়ম জীবন কারো জন্য থেমে থাকে না.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Saddamrand1

Call

আবেগ + মিথ্যা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জীবন কারো জন্য থেমে থাকেনা। জীবন আপন গতিতেই চলতে থাকে। তোমাকে না পেলে আমি মরে যাবো এই কথাটি হল আবেগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ranaut

Call

আপনার মা আপনাকে সবচে ভালোবাসেন। আপনি চলে গেলে তিনি মরেন না। ভাবেন একদিন ফিরে আসবেন। তেমনিভাবে ভালোবাসার মধ্যে পার্থক্য হল সে আপনাকে ছেড়ে চলে গেল মানে আপনাকে ভালোবাসে না। তার জন্য মরে লাভ কী??? আমাদের ভালোবাসাতেও ভেজাল। মায়ের রক্তের দরকার হলে ব্লাড ব্যংক এ যাই আর এক মেয়ে চলে গেলে হাত কেটে ভালোবাসা দেখাই। আসল ভালোবাসলে আপনি মরবেন না চাইবেন সে যেন ভালো থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RicardoEmon

Call

বেশিরভাগ মানুষই একথা বলেন।তবে কিছু মানুষ অতিরিক্ত ভালবাসার কারণে আত্মহত্যা করে পেলেন।তবে কিছু মানুষ আছে প্রেমিক/প্রেমিকাকে ভয় দেখানোর জন্য যাতে তারা কখনও দূরে চলে না যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ