Call

হ্যাকিং যদিও অপরাধ আমার মতে ক্রিয়েটিভ অপরাধ। আমি মনে করি হ্যাকিং একট যুদ্ধ। এই যুদ্ধ ভালো কোন উদ্দেশ্যে করা হবে নাকি খারাপ উদ্দেশ্যে তার উপর নির্ভর করে এগুলোকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে। ফেলানী হত্যাকান্ডের পর বাংলাদেশী কিছু হ্যাকার যেমন ভারতীয় ওয়েব স্পেসে আক্রমন করে হৈচৈ ফেলে দিয়েছিল । এটাকে অনেকেই সাপোর্ট করেছিল আবার ক্রেডিট কার্ড চুরি চামারি ইত্যাদি অবশ্যই সবাই নিন্দা করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ranaut

Call

কেউ এটাকে অপরাধ হিসেবে বেছে নেয় আবার কেউ শিল্প হিসেবে। যারা একে শিল্প হিসেবে নেন আমি তাদের দলে। আর ভালো হ্যাকার নদী নর্দমায় পাবেন না। টাইগার মেট নিয়ে আমার করা এক উক্তি: যখন বড় ভুমিকম্প আসে আমরা বুঝতে পারি, কিন্তু যখন টাইগার আসে তখন কেউ বুঝতে পারে না, সবাই বুঝে টাইগার যাবার পর । এটাই হ্যাকারের হ্যাক/শিল্প

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HimelTfr

Call

হ্যাকার আছে বলেই হ্যাকিং হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ