Call

প্যানাল দুটির পজিটিভ লাইন দ্বয় একখানে কানেকশন দিন, আর নেগেটিভদ্বয় একখানে কানেকশন দিন। অপরদিকে ব্যাটারি দ্বয়ের পজিটিভ লাইন দ্বয় একখানে কানেকশন দিন এবং নেগেটিভ লাইন দ্বয় একখানে কানেকশন দিন। 


এবার প্যানালের পজিটিভ লাইন দ্বয় ব্যাটারি এর পজিটিভ লাইন দ্বয় এর সাথে কানেক্ট করে দিন। এবং প্যানালের নেগেটিভ লাইন দ্বয় ব্যাটারি এর নেগেটিভ লাইনদ্বয়ের সাথে কানেক্ট করে দিন। ব্যাস!!!!


যদি চার্জ কন্ট্রোলার থাকে তাহলে প্যানালের লাইন দ্বয় কন্ট্রোলার এর পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন দিন। হয়ে যাবে।



এভাবে দিতে পারেন------>

ব্যাটারি(+)+ব্যাটারি(+)= ক লাইন।

ব্যাটারি(-)+ব্যাটারি(-)=খ লাইন

আবার, প্যানাল(+)+প্যানাল(+)=গ লাইন

প্যানাল(-)+প্যানাল(-)=ঘ লাইন।



এবার, ক+গ, খ+ঘ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ