আপনার সিমটি 4G ।তাকে আর 4জি করতে হবেনা।তবে যদি আপনি বলেন এটা 4জি নয় তাহলে এর মানে আপনার ডিভাইস 4জি সাপোর্টেড নয়।দেখুন আপনার ফোন 4জি সাপোর্ট করে কিনা।

Talk Doctor Online in Bissoy App
Bony Yamin

Call

আপনার জিপি সিম এ ৪ জি লেখা থাকলে সেটি অবশ্যই ৪ জি সিম। এখানে সিম পরিবর্তন করে কোনো লাভ হবে না। সিম ৪জি হবার সাথে সাথে আপনার স্মার্টফোনেও ৪ জি সাপোর্ট করতে হবে। এমনকি আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার নেটওয়ার্ক ও ৪ জি হতে হবে। তাই শুধু সিম ৪ জি হলেই হবে না সাথে আপনার স্মার্টফোন ও আপনার এরিয়া টাও ৪ জি হতে হবে। তাই সিম পরিবর্তন না করে আপনার ফোন ৪ জি সাপোর্ট করে কিনা দেখুন এরপর আপনার এরিয়াতে ৪জি নেটয়ার্ক আছে কিনা দেখে নিন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এরপরেও কোনো সমস্যা থাকলে মন্তব্য করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App