আমি তৈলযুক্ত খাবার খাই নাহ।  তারপর ও পাদ আসে এবং বেশ গন্ধযুক্ত। pantonix 20mg খেয়ে ছিলাম ১ মাস তারপর ও কমে নাই।  একদিনে প্রায় ২০-২৫ বার পাদ হয়। কি করবো? ডাক্তার কে দেখাইছি ওরা pantonix দিছে কিন্তু কমছে নাহ। বয়স ১৯/ছেলে 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বেশি করে পানি খেয়ে খাবারটাকে হজম করতে হবে,আর নিয়মিত পায়খানা করে পেট পরিস্কার রাখতে হবে,তাহলে কিছুটা সমাধান পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rasel Ahmed

Call

এগুলো গ্যাসের কারণে হয় । যা মানুষের খাবারের বদহজম হয় ফলে অনেকের পেট ফাপা লেগে থাকে । খাবার খেলে হজম হয় না । তবে তার থেকে বাঁচতে আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে ৩ গ্লাস পানি পান করতে হবে । আর তৈলযুক্ত খাবার কম খেতে হবে । ফলে কিছু ফল পাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ