শেয়ার করুন বন্ধুর সাথে

ফেরশতা:আল্লাহ তায়ালা ফেরেশতা সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তিনি হযরত মু.(স) এর নুর মোবারক হতে এক খাছ নুর সৃষ্টি করার পর সে নূর দিয়ে ফেরেসতাদের সূষ্টি করলেন। জ্বিন:মানব সৃষ্টির বহুকাল পূর্বে পৃথিবীতে জ্বীন প্রেরন করেছিলেন। আদমের যেমন আদিপিতা জ্বীনদের ও আদিপিতা আছে তার নাম হল ক্ষুমা এবং জান্না তার উপাধি । এর আর একটি নাম মারজ । এ জ্বিন আবুল জ্বীন এবং তারানসুস নামে জ্বিন ও মানবসমাজে পরিচিত । এরা আগুনের তৈরি অশরীরি অদৃশ্যমান জ্বীন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ