AlNahiyan

Call
>>>>>>>পর্ব-১<<<<<< মহান আল্লাহ আদম আঃ কে সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন এবং ফেরেস্তা জিবরাঈল (আঃ) কে যমীন থেকে মাটি আনতে নির্দেশ দিলেন. যমীন জিবরাঈল আঃ কে আল্লাহর কসম দিয়ে বলল-"হে জিবরাঈল!আমার থেকে মাটি নিও না.এ মাটি থেকে আল্লাহ তাঁর প্রতিনিধি সৃষ্টি করবেন.সে প্রতিনিধির সন্তান-সন্ততি অত্যন্ত পাপী ও শাস্তিযোগ্য হবে.আমি অসহায় মাটি-আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই." একথা শুনে জিবরাঈল (আঃ) ফিরে যান.এরপর একে একে মীকাঈল (আঃ) ও ইসরাফীল (আঃ)ও মাটি না নিয়ে ফিরে যান. এরপর সর্বশেষে আযরাইল (আঃ) মাটি নিয়ে যান.অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেস্তারা সে মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন.তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার ওপর বর্ষিত হয়,এতে দুবছরে মাটি কাদায় পরিণত হয়.ষষ্ঠ বছরে তা শুকনা মাটিতে পরিণত হয়.অষ্টম বছরে হযরত আদম (আঃ) এর আকৃতি সৃষ্টি হয়.একদিন অভিশপ্ত ইবলীস আদম (আঃ) এর দেহ পিঞ্জরাভান্তরে প্রবেশ করে নাভি পর্যন্ত গিয়ে পৌছে.কিন্তু আদম (আঃ) এর দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে. এর কিছুদিন পরে আদম (আঃ) এর রূহ সৃষ্টি হলে জিবরাঈল,মীকাঈল,আযরাঈল ও ইসরাফীল (আঃ) কে আদমের রূহ দেহ পিঞ্জরে পৌছে দেয়ার আদেশ করা হয়
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ