CChanbadsha

Call

আল্লাহ সুবাহানাও তা'য়ালা তিনি এক অদ্বিতীয় ,তাকে দেখা,তার কার্যক্রম বুঝা আমাদের মাথায় ঢূকবে না ..শুধু একটা কথা বলি অস্থিত্বহীন জিনিস বাতাস তাকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি কেন ??তাকে অনুভব করা যায় এজন্য বিশ্বাস করি .সামান্য বাতাসকে আমরা দেখি না আর বাতাসের সষ্ট্রাকে দেখতে চাই সহস ত কম না .আল্লাহ তায়ার অস্থিত্ব অক্সিজেন,বাতাস . আর মহাকাশে লক্ষ লক্ষ তরকা যেগূলো খালি চোখে দেখা যায় না . তার কুদরতে এসব কিছৃ সৃষ্টি করেছেন এবং কথা বলেন .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহ কোন ব্যক্তি নন।তিনি মহান সৃষ্টাকর্তা। আপনি যে প্রশ্ন করেছেন এ ধরনের প্রশ্ন নাস্তিকরা করে থাকে।কারন না দেখে বিশ্বাস করাটাই হল ঈমান।যা ইসলামের মুল ভিত্তি।তাই কোন মুসলিম এ ধরনের প্রশ্ন করতে পারেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


কে  বলেছে আল্লাহর অস্তিত্ব নেই । অস্তিত্ব না থাকলে তিনি কীভাবে আরশে সমাসীন হয়েছেন । মহান আল্লাহর অবশ্যই অস্তিত্ব আছে । কিন্তু মানুষের পক্ষে তাঁর অস্তিত্ব বোঝা সম্ভব নয় । তিনি কথা বলেন । মহান আল্লাহ সমগ্র বিশ্বের একক সৃষ্টিকর্তা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যে যাহাই বলুক না কেন, আল্লাহকে পাওয়ার সাধনা করলে আল্লাহকে অবশ্যই পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ