কিভাবে একজন মুসলমান ছাত্রের দৈনিক জীবন পরিচালনা করা উচিত?        
শেয়ার করুন বন্ধুর সাথে

যেভাবে একজন মুসলমান ছাত্রের দৈনিক জীবন পরিচালনা করা উচিতঃ ১। আল্লাহর নাম নিয়ে চলাফেরা করতে হবে। ২। বিসমিল্লাহ বলে বই পড়া শুরু করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। ৩। পাঠ‍্য বই পড়ার পাশাপাশি ইসলামিক বিভিন্ন বই পড়তে হবে। ৪। অনৈসলামিক বা অশ্লীলতাপূর্ণ যেকোনো বই পড়া থেকে বিরত থাকতে হবে। ৫। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ৬। মসজিদে আজান হলে জাগতিক সকল কাজকর্ম বন্ধ করে নামাজের জন‍্য প্রস্তুতি নিতে হবে এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ৭। নিয়মিত কুরআন-হাদীস পড়তে হবে এবং রিসার্চ করতে হবে। ৮। মা-বাবার কথা শুনতে হবে। ৯। বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। ১০। স্কুল, কলেজ, ভার্সিটি, মক্তব বা মাদরাসার শিক্ষকদেরকে সম্মান করতে হবে। ১১। আল্লাহ ও আল্লাহর রাসূল (সাঃ)-কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ১২। কুরআন-হাদীস মোতাবেক জীবন গড়তে হবে। ১৩। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত ৬ ঘন্টা বিশ্রাম নিতে হবে। ১৪। সকালের খাবার সকাল ৮টার মধ‍্যে, দুপুরের খাবার দুপুর ২টার মধ‍্যে এবং রাতের খাবার রাত ৮টার মধ‍্যে গ্রহণ করতে হবে। ১৫। যথাসময়ে নামাজ, খাওয়া-দাওয়া ও ঘুমানোর পাশাপাশি পড়াশুনা করতে হবে। ১৬। ক্লাসে মনোযোগ সহকারে শিক্ষকের পড়া শুনতে হবে এবং কোনোকিছু না বুঝলে শিক্ষকের কাছ থেকে বুঝে নিতে হবে। ১৭। ক্লাসের পড়া ক্লাসেই শিখে নিতে হবে। ১৮। কোনো পড়া মুখস্ত করা যাবে না। বুঝে বুঝে পড়তে হবে। না বুঝলে অভিভাবক, শিক্ষক ও বন্ধু-বান্ধবের শরণাপন্ন হতে হবে। ১৯। সবকিছুতে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ কঠিন পড়াকে বান্দার জন‍্য সহজ করে দিবেন। ২০। শুধু গাইড নির্ভর বা প্রাইভেট নির্ভর হওয়া যাবে না। নিজের মস্তিষ্ক ও মেধাকে প্র‍্যাকটিকেলি কাজে লাগাতে হবে। ২১। পড়াশুনার পাশাপাশি নতুন নতুন জিনিস আবিষ্কার বা উদ্ভাবনের চেষ্টা করতে হবে। ২২। শুধু পড়াশুনায় ভালো হলে ভালো ছাত্র হওয়া যায় না, চরিত্রেও ভালো হতে হবে। ২৩। জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করতে হবে। অর্থাৎ নিজে কোনো জ্ঞানার্জন করলে সেটা অন‍্যকে জানাতে হবে, শিখাতে হবে, বুঝাতে হবে। ২৪। নিজে কোনো বিষয়ে পারদর্শী হলে, ক্লাসের দুর্বল ছাত্রদের তা শিখাতে হবে। ২৫। নিজে পারফেক্ট হয়ে, আপনার আশে-পাশের মানুষগুলোকেও পারফেক্ট করার চেষ্টা করতে হবে। ২৬। প্রজাপতির পিছনে দৌড়ে সময় নষ্ট করা যাবে না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি নিজেই এসে ধরা দিবে। ২৭। নিজে সৎ হয়ে অন‍্যকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। ২৮। গরীব-দুঃখীদের দান-খয়রাত করতে হবে। ২৯। বিয়ের আগে ভালোবাসার নামে কোনো মেয়ের সাথে খারাপ মেলামেশা করা যাবে না। ৩০। ভালো ভালো পত্রিকা পড়তে হবে এবং সেখানে লেখালেখি করতে হবে। অর্থাৎ পাঠক ও লেখক হওয়ার চেষ্টা করতে হবে। তবে নাস্তিকবাদী লেখালেখি পড়া, শোনা, লেখা ও বুঝা থেকে বিরত থাকতে হবে। ৩১। মা-বাবাকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল‍্যাণে কাজ করতে হবে। ৩২। লেখাপড়া বড় কষ্ট, মোটেই আরাম নয়। আরামকে হারাম করলে, লেখাপড়া হয়। কষ্ট করে মন দিয়ে পড়াশুনা করে বড় হতে হবে। ৩৩। লেখাপড়া করে একজন স্বশিক্ষিত, সুশিক্ষিত ব‍্যক্তি হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ