আইনের একজন দক্ষ ছাত্র হবার জন্য নিচের গুণাবলী গুলি নিজের মধ্যে তৈরি করতে পারেন। ১। খুব ভাল কমিউনিকেশন স্কিল তৈরি করুন। ২। যেকোন বিষয়ে ভাল মন্দ যুক্তি উপস্থাপনের চেষ্টা করুন। নেগেটিভ এবং পজিটিভ সাইড গুলো নিয়ে বুঝে বুঝে ভাবুন। ৩। বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করুন। নিজের তথ্য ভাণ্ডারকে বাড়ান। ৪। যেকোন বিষয়ের সত্য মিথ্যা যাচাইয়ের চেষ্টা করুন। এতে আপনার উদ্ভাবনী ক্ষমতা বাড়বে। ৫। নিজেকে ক্রেটিভ করে তুলুন। ৬। লজিক দিয়ে কথা বলতে শিখুন। ৭। বিভিন্ন বিতর্ক প্রতিযোগীতায় সুযোগ পেলেই অংসগ্রণ করুন। শুরুতে না পারলেও চেষ্টা চালিয়ে যান। খুবই লাভবান হবেন। ৮। বেশি বেশি বই পড়ুন অবশ্যই বুঝে বুঝে। বাস্তবার সাথে নিজেকে মিশিয়ে ভাবুন। আর নিজের মাইন্ড টাকে স্বাভাবিক রাখুন সবসময়। এগুলি কন্টিনিউ করুন আর পড়াশোনা চালিয়ে যান। আপনার আইন বিশয়ে দক্ষ ছাত্র হয়ে ওঠা কেউ আটকাতে পারবেনা। ইনশাআল্লাহ ভাল হবে। আর অবশ্যই নামাজ কন্টিনিউ চালিয়ে যাবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ