প্রথমে আপনি আপনার জীবনের একটি লক্ষ স্হির করুন যে পড়ালেখা করে আপনি কোথায় পৌছাতে চান।তারপর নিজের মোন কে বারবার বোঝান যে আমাকে অবশ্যই এই লক্ষে পৌছাতে হবে।এছাড়া আপনাকে নিয়ে আপনার পিতা মাতার দেখা স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য হলেও পড়ালেখা করুন।আর পড়তে গিয়ে বিরক্ত বোধ করলে বা পড়তে ভালো না লাগলে সেই সময় বিভিন্ন রকম মজার মজার গল্পের বই পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দেখুন ভাইয়া,আপনার পড়ালেখা করতে ভালো লাগেনা।এই ব্যাপারটা আসলে শুধু আপনার ক্ষেত্রেই নয়,অনেকের ক্ষেত্রেই হয়,এমনকি আমার ক্ষেত্রেও হয়েছে।দেখুন আপনার পড়ালেখা করতে ভালো লাগেনা,কিন্তু মোবাইল বা ল্যাপটপ দেখতে নিশ্চয় ভালো লাগে।তাহলে আপনি প্রথমে আপনি যে ক্লাসে পড়ছেন সে ক্লাসের পাঠভিত্তিক অনলাইন ক্লাস ডাউনলোড করুন।কিছুদিন অনলাইন ক্লাস করতে করতে আপনার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করবে যে,'আজকে অনলাইন ক্লাসে যা করলাম তা যদি একবার বই থেকে মিলিয়ে নেওয়া যায়' এরকম।এভাবে প্রথম প্রথম ১দিনে শুধু ১ঘন্টা পড়ুন,পরদিন ১ঘন্টা ১৫ মিনিট,পরদিন ১ঘন্টা ৩০ মিনিট,এভাবে টাইম বাড়াতে থাকুন।আমদের একটা সমস্যা হয় রাতে ১০টা-১১টা বাজলেই ঘুম চলে আসে।প্রথম প্রথম ১০টা-১১টা বাজলেই ঘুমাবেন।কিন্তু ১-২ মাস পর আর এত তাড়াতাড়ি ঘুমাবেননা।দরকার হলে গান শুনতে শুনতে math related কিছু করুন।এভাবে দিনে অন্তত ৪-৫ ঘন্টা পড়ুন।আর আপনি যে ধর্মেরই হননা কেন,খোদার নিকট প্রার্থনা করুন।আশা করি আপনার সমস্যা সমাধান হবে। কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ