এনড্রয়েড ফোনে আপনি সেলুলার ডাটার সাহায্যে টরেন্ট থেকে ডাউনলোড দিতে পারবেন । আমি দিতাম । কিন্তু একটা সমস্যা হচ্ছে ফোনে সীডিংটা ঠিকমতো হয়না আর স্টোরেজ লাগে প্রচুর । তারপরও যদি আপনি ব্যবহার করতে চান তাহলে uTorrent, torrdroid appগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন । torrdroid টা আমি ইউজ করতাম । এতে একটা সুবিধা হলো এটাতে সার্চ দিয়েই আপনি নির্দিষ্ট ফাইলটি পেয়ে যাবেন এবং সীডিং না করলেও কোনো সমস্যা হয় না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ