আমি Symphony W68Q Android Phone ব্যাবহার করি। কয়েকদিন ধরে ফোনের ইন্টারনেট কানেকশন অটোমেটিক অন হচ্ছে। কানেকশন অফ করলেও আবার অন হয়। (১ নাম্বার সিম,গ্রামীণফোন।) এদিকে আবার অনলাইন অ্যাডের যন্ত্রনা।এগুলো থেকে মুক্তি কিভাবে পেতে পারি বলবেন কি দয়া করে?
Share with your friends
Call

এসমস্যা থেকে বাচঁতে ফোনটি রিষ্টোর করে নিন, আপনার অটোমেটিক ডাটা কানেকশন টা MMS সেন্ট করতে চেষ্টা করা হলে অটোমেটিক ডাটা কানেকশন চালু হয় এবং মোবাইলে অতিরিক্ত এ্যাপস ব্যাবহার করবেন না এ্যাপস থেকেই এ্যাড গুলো আসে আপনি চাইলে এ্যাড বন্ধ করতে পারেন এর জন্য http://m.dhakatimes.com.bd/2014/05/21/42165/remove-and-block-android-ads/ আপনি ফোনটি প্রথমে রিষ্টোর করে তার পর এ্যাড ব্লক এ্যাপটি ব্যাবহার করবেন, এতে দুটো সমস্যা ই দূর হবে।

Talk Doctor Online in Bissoy App
Mojahidul

Call

আপনাকে কোন ভাল মোবাইল সার্ভিস সেন্টার থেকে ফোন ফুল ফ্লাশ করান ভাল হয়ে যাবে। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

আপনি adguard apk টা install করুন। ( root না হলেও হবে) এটাই ad block করা হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার মোবাই‌লে ফ্লাশ দি‌তে হ‌বে,য‌দি কোন দোকান থে‌কে দেন তাহ‌লে দেখ‌ে নি‌তে হ‌বে যে ঠিক আপনার ফোন ম‌ডে‌লের ফ্লাশ ফাইল‌টি দিচ্ছ‌ে কিনা,অন্যথায় একটু সমস্যা দেখা দি‌তে পা‌রে আপনার ম‌োবাই‌লে।

Talk Doctor Online in Bissoy App