শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যখন কোন ফাইল ডাওনলোড করবেন, আপনার নরমাল ডাওনলোড গতি হওয়া উচিৎ ১০০ কেবি থেকে ১৫০ কেবি। কিন্তু আপনি টরেন্ট সে গতি নাও পেতে পারেন। যত বেশী Seeds ও Peers পাবেন তত বেশী গতি পাবেন ডাওনলোড এ। Seeds ও Peers রা যদি স্লো গতির নেট ইউজ করে, তাহলেও আপনি ডাওনলোড গতি বেশী পাবেন না। অন্য দিকে আপনি একজন বা দুইজন Seeds ও Peers পেয়েছেন, তাদের নেটের গতি বেশী হলে Seeds ও Peers কম হওয়া সত্বেও আপনি ডাওনলোড গতি ভাল পাবেন। যাই হোক এবার আসি কিভাবে ডাওনলোড করবো। টরেন্ট ডাওনলোড করার আগে কয়েকটা কথা আপনাকে মনে রাখতে হবে। যেহেতো ফাইলগুলো অন্য কোন ইউজারের পিসি থেকে আসছে, তার পিসিতে ভাইরাস থাকলে সে ফাইলের সাথে আপনার পিসিতেও ভাইরাস আক্রমন করতে পারে। তাই সতর্ক থাকুন। ১/ ভাল এন্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করুন। ২/ এন্টি ভাইরাস নিয়মিত আপডেট করুনএবং সে সময় এন্টিবাইরাস এনাবল রাখুন। ৩/ টরেন্ট ফাইলের সাথে দেয়া সন্দেহজনক কোন সাইট এ যাবেন না। কারন সে সাইট গুলোতে ভাইরাস থাকে। (সব ফাইলে থাকে না) ৪/ আপনার প্রয়োজনীয় ফাইলটা ছারা অন্য ফাইলে ডাবল ক্লিক করবেন না। এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে সন্দেহ মুক্ত হতে পারেন। ৫/ ফাইলটা পুরোপুরি ডাওনলোড হওয়া না পর্যন্ত রিনেম বা মুভ করবেন না। ৬/ মুভি ফাইল গুলো অনেক সময় অর্ধেক ডাওনলোড হলে প্লে করা যায়, এ ক্ষেত্রে অনেক সময় প্লে করলে সে ফাইলটা করাপ্ট হয়ে যায় এবং পরে আর ডাওনলোড হয় না। যাই হোক এবার আসি কিভাবে টরেন্ট ডাওনলোড করা হয়। প্রথমেই আপনাকে ডাওনলোড করতে হবে টরেন্ট ক্লাইন্ট। অনেক ক্লাইন্ট পাওয়া যায় এবং এগুলোর প্রায় সব গুলাই ফ্রি। ধরে নিচ্ছি আপনি টরেন্ট ক্লাইন্ট হিসেবে Utorrent ব্যাবহার করছেন। তুলনামূলক হিসেবে Utorrent ফাইল সাইজে ছোট এবং এটা ইনষ্টল করতে Java এর প্রয়োজন নেই। ডাওনলোড করতে এখানে ঘুরে আসুন। এবার আপনাকে আপনার কাঙ্খিত ফাইল পেতে যে কোন ট্র্যাকারের সাইটে যেতে হবে। নিচে কয়েকটা ট্র্যাকারের নাম দেয়া হল: http://thepiratebay.org/ http://isohunt.com/ http://www.mininova.org/ http://www.torrentreactor.net/ টরেন্ট ফাইল সার্চ দিলে অনেক গুলো ফাইল আসবে, আপনি সেখান থেকে প্রয়োজনীয় ফাইলে ক্লিক করুন।এবার ডাওনলোড করুন।ফাইলটা ডাওনলোড শেষ হলে এবার সিলেক্ট করুন টরেন্ট ক্লাইন্ট সফটওয়ার। অথবা Save করে রেখে দিতে পারেন পিসিতে। পরে সুযোগ বুঝে ডাওনলোড করতে পারনে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ