জিটিএ ৫ কোন ডিভাইসের জন্য কিনবেন তার ওপর দাম নির্ভরশীল। ওরিজিনাল ভার্সন কিনলে কম্পিউটারেরটা ৳৪১০০  এবং পিএস৪ এর টা ৳৩১০০। যদি কপি ভার্সন (মানে কেউ একজন ওরিজিনাল কিনে তার সিডির কপি করে বিক্রি করছে) কেনেন তবে ৳৬০০ টাকা। পাইরেটেড ভার্সন (বেআইনিভাবে তৈরি/বিক্রি করা ভার্সন) কিনলে ৳৩০০ টাকা এর মধ্যে পাবেন। যদি বাসায় ভালো নেট থাকে তবে কোনো টরেন্ট সাইট থেকে ডাউনলোড করতে পারেন, সাইজ ৫০ জিবি। 


যদি জিটিএ সিরিজ এর মতো কোনো গেম অপ্পো এফ৫ এ খেলতে চান তবে খেলতে পারেন। আপনার ফোনে সাপোর্ট করবে এরকম কিছু হেভি ত্রিপল এ গেমঃ

  1. জিটিএ ভাইস সিটি
  2. জিটিএ স্যান আন্ড্রেস 
  3. জিটিএ ৩
  4. জিটিএ লিবার্টি সিটি স্টোরিস
  5. জিটিএ চাইনাটাউন ওয়ার্স
  6. ম্যাক্স পেইন 
  7. বুলি 
  8. নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড
  9. এসাসিয়ান'স ক্রিড আইডেন্টিটি 
  10. ফাইনাল ফ্যান্টাসি (এইটা একটা গেম সিরিজ, এখানে II থেকে XV পর্যন্ত গেমগুলি Android এ খেলা যায়)  


ভালো ভালো গেমগুলোর ম্যাক্সিমামই পেইড প্রিমিয়াম অ্যাপস। কিন্তু আপনি চাইলে সেই গেমের এপিকে এবং অবিবি ফাইল কোনো ৩য় পক্ষের ওয়েবসাইট হতে ডাউনলোড করে বিনামূল্যে খেলতে পারবেন।         
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ