আপনি যে কোন যৌগের জারন সংখ্যা বের করতে চাইলে প্রথমে যৌগের কেন্দ্রীয় মৌলের জারন সংখ্যাকে X ধরবেন।তারপর যৌগের অন্যান্য মৌলগুলোর জারণ মান বসিয়ে যোগ অথবা বিয়োগ করে X এর মান বের করবেন।তাহলেই জারন মান সহজে বের করতে পারবেন। যেমন- k2cr2o7 এর জারন মান হলো -{(+1)*2+2x+(-2)*7}= 0।অর্থাৎ X এর মান বা Cr এর জারন মান হলো = +6।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ