ভালো ফলাফল করতে চাইলে আপনাকে আপনার সিলেবাস দেখে পড়তে হবে ।আপনি দেখেন আপনার মোট কয়টা অধ্যায় বাকি আছে ।এবং সে অধ্যায় গুলো পড়তে মোট কত লাগবে ।সে সময় কে ৬০ দিয়ে ভাগ দিন ।যত আসবে দিন তত ঘণ্টা মনোযোগ সহকারে পড়েন ।আশা করি ফলাফল ভালো হবে

Talk Doctor Online in Bissoy App
Porimolroy

Call

আপনার বিদ্যালয়ের পাঠ্যসুচি অনুযায়ি প্রতিদিন রুটিন মাপিক পড়াশুনা করবেন। রাত জেগে পড়াশুনা না করে ভোরে উঠে পড়বেন তাহলে পড়া সহজেই হবে এবং খেয়াল থাকবে। বিজ্ঞানের ও গনিতের গানিতিক সমস্যা বিকালে করার চেষ্টা করবেন

Talk Doctor Online in Bissoy App
Call

অর্ধবার্ষিক পরিক্ষায় ফেল আসলে আপনাকে ফাইনার পরিক্ষার ফরম পূরণ করতে দেয়া হবে না । তাই আপনাকে এখন থেকে বলতে এই মুহূর্ত থেকেই পড়াশুনা একদম দৃঢ় ভাবে করতে হবে । 


আপনি যদি বিজ্ঞান বিভাগের ছাত্র হন 

  • আপনাকে প্রথমে চিহ্নিত করতে হবে আপনার কোন বিষয়ে সমস্যা আছে । এখন এই সমস্যা গুলো কি করে সমাধান করতে সেটা প্রাইভেট পড়েই হোক আর যেভাবেই হোক আপনাকে সেটার সমাধান করতে হবে। এখন এরপর আপনাকে প্রত্যেক বিষয়ে একটা নির্দিষ্ট সময় আপনাকে দিতে হবে প্রতিদিন । কারণ এখন দেখা যাচ্ছে ছাত্র ছাত্রী রা বাংলাদেশ ও বিশ্বপরিচয় , ধর্ম এই সাবজেক্ট গুলোয় ফেল করছে । বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই বিষয় গুলো খুব ই কম পড়ে । তাই মনোযোগ দিয়ে আপনাকে সকল বিষয় গুলো পড়তে হবে এবং সেগুলো লিখতে হবে এবং নিয়মিত প্রাকটিস করতে হবে। অঙ্ক গুলো নিয়মিত করুন । বোর্ড প্রশ্ন গুলো সমাধান করুন। এতে অনেকটা সাহায্য পাবেন । প্রতিদিন ভোরে উঠে পড়ার চেষ্টা করুন অঙ্ক আর সুত্র গুলো । সকালের নরম আবহাওয়া মনে রাখতে সাহায্য করে 
আপনি ব্যবসায় বা মানবিক হলে 
  • মানবিক শিক্ষার্থীরা অনেক সময় অঙ্কে আর ইংরেজীতে কাচা হয় । তাই আপনার যদি একই সমস্যা হয় তাহলে এই বিষয়ের সমস্যা গুলো চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করুন । তারপর অন্যান্য বিষয় গুলো প্রতিদিন পড়ার চেষ্টা করুন । আপনার কোথায় সমস্যা ও কি করলে সমাধান হবে এটি আপনি সব থেকে ভালো বুঝবেন অন্য কারো থেকে । তাই আর সময় নেই । দ্রুত পড়াশুনা মনোযোগ দিয়ে শুরু করুন । 
আশা করি একটু হলেও আপনাকে সাহায্য করতে পেরেছি । ধন্যবাদ 
Talk Doctor Online in Bissoy App