Share with your friends
Rubidium

Call

Hocl হলো হাইপোক্লোরাস এসিড।এটি পানির সংস্পর্শে যখন আসে তখন ভেঙে যায়।এই মুহূর্তে Cl একটি  ইলেকট্রণ ছেড়ে দেয়।অর্থাৎ প্রথমে Cl - আয়ন তৈরি হয়।ঠিক তখন এই Cl আয়ন একটা ইলেকট্রণ ছেড়ে দেয়।যার ফলে জারণ সংখ্যা প্লাস ওয়ান হয়।

Talk Doctor Online in Bissoy App

আমরা জানি,  H এর জারণ মান = +1 O এর জারণ মান = -2. প্রশ্নমতে, HOCl এর জারণ মান শুন্য কারণ কোন যৌগের অন্তর্গত মৌলসমূহের জারণ মানের সমষ্টি শুন্য হয়। অতএব, +1-2+ Cl = 0 -1 + Cl = 0 Cl= +1  এজন্য HOCl এ ক্লোরিনের জারণ মান +১. 

Talk Doctor Online in Bissoy App