ভিসা কার্ড/মাস্টার কার্ড হলো একটি ইলেকট্রনিক সেবা পদ্ধতি। আসলে এই কার্ডগুলোর মাধ্যমে ব্যাংক গ্রাহকদেরকে ঋণ দেয়, এতে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও পণ্য কেনা যায়। মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ইপিএস (EPS-Electronic payment system) ব্যবহার করে এই কার্ডগুলো থেকে সহজেই টাকা ট্রান্সফার করা যায়।এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং উন্নত প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার জন্য এই কার্ডগুলো কাজে লাগে। তবে এই কার্ডগুলো সবাইকে দেওয়া হয় না। ঋণ গ্রহণের সামর্থ্য আছে এমন মর্যাদাবান গ্রাহকদেরকে ব্যাংক এই কার্ডগুলো দিয়ে থাকে। কার্ডগুলো হলো চুম্বকীয় শক্তিসম্পন্ন সাংকেতিক নাম্বারযুক্ত কার্ড। একজন গ্রাহককে কত টাকা পর্যন্ত এই কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হবে, তা ঐ কার্ডগুলোর ব্যাংক নির্দিষ্ট করে দেয়।

Talk Doctor Online in Bissoy App