শেয়ার করুন বন্ধুর সাথে
jony3532

Call

চোখের দৃষ্টিশক্তি জনিত সমস্যা প্রধানত দুই রকম। যথা: 1) দীর্ঘ দৃষ্টি 2) হ্রস্ব দৃষ্টি। 1) যাদের দীর্ঘ দৃষ্টি সমস্যা তারা দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পারে না। তাদের এ সমস্যা প্রতিকার করার জন্য চশমা হিসেবে উত্তল লেন্স ব্যবহার করতে হয়। 2) যাদের হ্রস্ব দৃষ্টি সমস্যা তারা কাছের বস্তু স্পষ্ট দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পারে না। তাদের এ সমস্যা প্রতিকার করার জন্য চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ