Google Play Store এর apps আপনি যদি laptop এ চালাতে চান তাহলে আপনাকে একটি এন্ড্রয়েড এমুউলেটর ব্যবহার করতে হবে। অনেক এন্ড্রয়েড এমুউলেটর পাবেন ইন্টারনেট এ। তবে কিছু এমুউলেটর বেশ ভালো মানের। যেমন ধরেন আমি BlueStacks App Player ব্যবহার করি। এটি ডাউনলোড করতে www.bluestacks.com এ যান এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এপ্লিকেশন টি ডাউনলোড করুন। অ্যাপ্লিকেশন সাইজ ৪৪৫ এমবি। ডাউনলোড করার কর ইন্সটল করে নিন। এরপর অ্যাপ open করুন। আপনি একটি এন্ড্রয়েড ট্যাবের মতই এটি ব্যবহার করতে পারবেন। BlueStacks এ বিল্ট-ইন গুগল প্লে স্টোর আছে, সেখান থেকে অ্যাপ নামাতে পারবেন বা APK file ইন্সটল করতে পারবেন। উল্লেখ্য যে, BlueStacks এ দ্রুত গতি পেতে হলে আপনার ল্যাপটপ এর RAM কমপক্ষে ৬ জিবি হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ