আমি এখনো পর্যন্ত পোর্টবল হার্ডড্রাইভ কিনি নাই । তাই বলছি কোন ব্রান্ড্রের কিনলে ভালো হয় । দাম কত পরবে । 2TB সপোর্ট করবে কিনা । কোনো আলাদা সফটওয়ারের দরকার আছে কিনা । এ বিষয়ে আমি কিছু জানি না । লোকমুখে শুনি OTG সাপোর্টেড ফোনে নাকি USB এর সাহায্যে পোর্টেবল HDD চলানো যায় । তাই আমি আমার OTG সাপোর্টেড ফোনের জন্য পোর্টেবল HDD কিনতে যাচ্ছি । কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় তার সমষ্ত খুটিনাটি জানার চেষ্টায় আমি এই প্রশ্নটি করলাম ।আশা করি খুব শীর্ঘই সন্তষজনক উত্তর পাওয়া যাবে । "Thank You"
Share with your friends
RyanRyan

Call

otg সাপোর্ট করলে আপনি সরাসরি কেবল এর মাধ্যমে হার্ডডিস্ক লাগিয়ে ব্যাবহার করতে পারবেন (যেহেতু পোর্টেবল হার্ডডিস্ক গুলো usb প্লাগ হয়)। তবে হার্ডডিস্ক এর ক্যাপাসিটি বেশি হলে(800gb+) হলে আপনকে এক্সট্রা পাওয়ার দিতে হবে। portable হার্ডডিস্ক গুলোতে সাধারণত একটা port থাকে এক্সট্রা পাওয়ারের প্রয়োজন হলে চার্জার লাগাতে। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App