কিভাবে ।youtube chanel খুলবো এবং টাকা ই্নকাম করবো
Share with your friends
NirobAhmad

Call

১/গুগলে একাউন্ট খুললেই ইউটিউবে একাউন্ট খোলা হয়ে যায়।

২/সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে ভালো কনটেন্ট তৈরী করতে হবে।

   এবং তা বিভিন্ন সোশিয়াল সাইটে শেয়ার করতে হবে।যেমন আপনার 

    ফেসবুক একাউন্টে।

৩/সর্বোপরি ভালো কনটেন্ট এর বিকল্প নাই।

    তাই ভালো ভালো ভিডিও তৈরী করুন আর

    আপলোড করতে থাকুন।

৪/টাকা ইনকাম এর জন্যে একাউন্ট monetize করতে হবে।

    এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যে গুগল করুন

     "youtube monetization rules 2018"
    সেই সাথে ভিডিওটি দেখে নিন। 


ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App

আপনাকে প্রথমে ১টি জি-মেইল এ্যাকাউন্ট খুলতে হবে।জি-মেইল এ্যাকাউন্ট খুলতে আপনি গুগলের সহায়তা নিতে পারেন।প্রথমে আপনি গুগলে যাবেন,তারপর সেখানে লেখা আছে Creat Account,এটায়া ক্লিক করে ফরমটি পূরন করবেন ঠিক মতো।তারপর জি-মেইল এ্যাকাউন্ট খোলা হলে আপনি ইউটিউবে যাবেন তারপর জি-মেইল একাউন্ট দিয়ে Log in করবেন।তারপর, এন্ড্রয়েড ফোনে ১টি অপশন বাটন আছে ফোনের নিচের দিকে।সেটিতে ক্লিক করলে পর লেখা আসে Creat Chanel সেখানে ক্লিক করলে পর ফরম আসবে, সেখানে জি-মেইল এ্যাকাউন্ট দিবেন,আপনার চ্যানেলের নাম চাইবে,অপনি যোকোনো নাম দিতে পারবেন,আরো বিভিন্ন কিছু দিয়ে শেষ করবেন,তারপর আপনার চ্যানেল খোলা হয়ে গেলো,তারপর আপনি ভিডিও আপলোড করতে পারবেন,আবার ভিডিও ভালো না লাগলে ডিলিট করতে পারবেন,আবার লাইভে ভিডিও ছারতে পারবেন,আপনার অনেক ছাবস্ক্রাইবার লাগবে,না হলে ভিডিওতে লাইক পাবেন কম,এরপরে আস্তে আস্তে যখন বেশি লাইক পাবেন,তারপরে আপনি আলোডিত হয়ে যাবেন,বেশি ভিডিও ছাডলে টাকা ইনকাম করা যাবে,এর জন্য আপনার ক্রেডিট কার্ড লাগবে,আর এটা সবার পক্ষে সম্ভব নয়।অন্য পদ্বতিতে টাকা ইনকামের জন্য ভিন্নভাবে টাকা জমার এ্যাকাউন্ট করতেহয়।সেটা আমার ভালোজানা নাই।আশাকরি বুঝতেপারছেন।

Talk Doctor Online in Bissoy App