বারবার চর্চা করতে হবে।এছাড়া মনে রাখার উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা খাতায় পরিষ্কারভাবে লিখে রাখতে পারেন নোট হিসাবে । তবে তারচেয়ে ভালো হবে,, যেই আয়াত বা হাদীসগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো ধবধবে কাগজে জেল পেন দিয়ে লিখে তা পড়ার টেবিলের সামনের দেয়ালে টাঙিয়ে রাখা । এতে এটা সবসময় চোখে পড়বে । আর চেষ্টাটাই বড় । চেষ্টা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি মাগরীবের পর ও ফযরের পূর্বের সময়দুটি তে এগুলো পাঠ অব্যাহত রাখতে পারেন। কারণ অভিজ্ঞতায় বলে এদুটো সময় মুখস্ত করার সবচেয়ে উপযোগী সময়। এরপর দিনের নির্দিষ্ট একটি সময় সেটি কতটুক স্বরণ আছে তা একটু যাচাই করেন। আশারাখি এতে এমনভাবে ইয়াদ (মুখস্ত) হয়ে যাবে যে, ইনশাআল্লাহ আর কখনও ভুলবেন না। মহান আল্লাহ আপনার সহয় হন। আমীন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেশি করে পডবেন যেখানে সমস্যা আছে... অধ্যাবসায়এর মাধ্যামে সব কিছু সম্ভব করা যায়। ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চেষ্টা করুন,যদি মুখস্থ করতে পারেন তাহলে ভালো। আর না পারলে শুধু অর্থগুলি পড়ুন তাহলেই পরিক্ষার জন্য যতেষ্ট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSayid

Call

হাই স্কুলে পড়া ছাত্র ছাত্রীদের আরবি তথা,কুরানের আয়াত এবং হাদিস গুলি মুখস্থ করা কঠিন।কেনোনা তারা আরবি বিষয়ে অনবিজ্ঞ।তাই আপনার জন্য অষ্টম শ্রেনির ইসলাম শিক্ষার আয়াত এবং হাদিস মুখস্থ করাটা কঠিন মনে হয়।তাই আপনি একবারের জায়গায় একাধিকবার পড়ুন, তথা, বাংলা বিষয় যদি ৪ বার পড়ে মুখস্থ করতে পারেন, তাহলে আরবি আয়াত এবং হাদিস তার তিন গুন পড়বেন তথা ১২বার পড়বেন।আর আস্তে আস্তে সহজ হয়ে যাবে চর্চার মাধ্যমে।বেশি বেশি পড়ুন মখস্থ করতে পারবেন আশা করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কিছু কৌশল ব্যাবহার করে সহজেই মনে রাখতে পারেন -

ছোট করে আয়াত মনে রাখাঃ এই পদ্ধতিকে আমি নাম্বার পদ্ধতি বলে সমর্থন করি। এটা শিখতে হলে প্রয়োজন নতুন কিছু জানার আগ্রহ।  যা আপনাকে কিছু জানতে সাহায্য করবে।এটা শিখতে হলে- (সূরা নাম্বার হিসাবে ধরতে হবে।  যেমন- সূরা ফাতিহা হলো -১) সূরাকে = ১;২;৩;৪;৫ ইত্যাদিতে পরিবর্তন করুন। মানে মাথায় ঢুকিয়ে নিন।  এমন ভাবে নিবেন যাতে নাম্বার মনে হওয়ার সাথে সাথে সূরা মনে পরে যায়।আর আয়াত গুলোকে মুখস্ত করতে আয়াত ববুঝে নিজের ভাষায়  সবাইকে আয়াত গুলো পড়ে শুনান।  এমন ভাবে পড়ুন- ১;৩ (আল্লাহ বিচার দিনের মালিক)| 


[বিঃদ্র- এগুলো এত সহজ ব্যাপার নয়। এর জন্য ধৈর্য ক্ষমতা প্রয়োজন]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ