সম্পাদ্য বা উপপাদ্য দুটিই বুঝার জিনিস।তাই এগুলো বুঝে করুন।সম্পাদ্যের ক্ষেত্রে:চিত্রটি খাতায় নিয়ম মতো একে কয়েকবার প্র্যাকটিস করুন। উপপাদ্যের ক্ষেত্রে:চিত্রটি খাতায় আকুন।বইয়ে যা যা প্রমান ব্যাখ্যা দেওয়া আছে তা চিত্রের সাথে মেলান।এভাবে আপনি বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই বুঝে যাবেন। আর সম্পাদ্য প্রশ্ন আসে তার সাধারন নির্বাচন দিয়ে।যেমন:প্রশ্নে দেওয়া থাকবে:"একটি চতুর্ভুজের ২টি কোন ও ২টি বাহু দেওয়া আছে।চতুর্ভুজটি আকতে হবে। উপপাদ্যের ক্ষেত্রে:প্রমান কর যে চতুর্ভুজের চারটি কোন=4 সম কোন। বি:দ্র:এই সাধারন নির্বাচন বইয়ে দেওয়া থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গণিতের কোনো বিষয়ই মুখস্থ করার নয়। আর জ্যামিতি তো মোটেই নয়। সম্পাদ্য উপপাদ্য একটু সহজভাবে বোঝার চেষ্টা করলেই বুঝে যাবেন। একবার বুঝতে পারলে খুবই সহজে এ জাতীয় অংক করতে পারবেন।  সম্পাদ্যের জন্য আপনাকে প্রথমে কোন সম্পাদ্যে আঁকার জন্য কী কী পাবেন সেটা এবং আঁকার পদ্ধতি, এই দুটো জেনে নিন। এ দুটো মুখস্থ নয় বরং কারো কাছ থেকে বা নিজে পড়ে পড়ে শিখে নিন। তারপরে নিয়মিত প্রাকটিস করুন। চিত্র যথাসম্ভব সূক্ষ্মভাবে আঁকার প্রাকটিস করুন। খুব সহজেই পেরে যাবেন।  উপপাদ্যের জন্য চিত্র বোঝা সবচেয়ে জরূরী। চিত্রটি বুঝতে পারলে সেখান থেকে যা প্রমাণ করতে দিবে তাইই প্রমাণ করে ফেলতে পারবেন। শুধু চিত্র দেখুন এবং লজিক মেলান। এতে বেশি শ্রম নয় বরং একটু সময় নিয়ে মেধা খাটাতে হবে। তাহলেই যথেষ্ট।  সম্পাদ্য ও উপপাদ্য শেখা থাকলে এর প্রশ্ন দেখেই চিনতে পারবেন। উপপাদ্য, সম্পাদ্য নং নয় বরং সেটার সাধারণ নির্বচন মনে রাখুন। অনেকক্ষেত্রে সামান্য পরিবর্তনে বিভ্রান্ত হবেন না। বোঝা থাকলে এমনিই আপনি পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ