আমি আমার facebook id টি public করার পর যারা আমাকে friend request করছে তারা সবাই follower হচ্ছে। কিন্তু যারা follower হয়নি তাদেরকে আমি dalete করেছি তবুও তারা follower হচ্ছে না কেন?
Share with your friends

আপনার আইডিতে যদি follow অপশন অন থাকে, তাহলে যাদের friend request আপনি ডিলিট করেছেন, তারা অবশ্যই আপনার follower হবে। যদি না হয়, তাহলে তারা আপনার আইডিতে ঢুকে আপনাকে unfollow করেছে।

Talk Doctor Online in Bissoy App
Call

১৮+ বয়ষ করে দিলে যারা ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছে তারা ফলোয়ার হয়ে যাবে। বিঃদ্রঃ যদি ১৮+ বয়ষ না হয় তাহলে উপযুক্ত ডকুমেন্ট ছাড়া বয়স চেঞ্জ করতে যাবেন না। ফেসবুক কর্তৃপক্ষ তাহলে আপনার আইডি ডিজেবল বা ভেরিফিকেশন এ নিতে পারে।

Talk Doctor Online in Bissoy App

আপনার যদি ফলোয়ার অপশন্টি অপ থাকে তাহলে ঝুলে থাকা আইডি গুলোকে ফলোয়ার করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমে ফলোয়ার অপশন্টি অন করতে হবে। তারপর নতুন করে যারা রিকুয়েস্ট পাঠাবে ,সেগুলো ফলোয়ার হিসেবে এড হবে। ফলোয়ার অপশনটি অন করতে প্রথমে সেটিং এ চলে যান। পাবলিক পোস্ট নামে একটি অপশন পাবেন সেখানে যান। সেখানে গিয়ে সবগুলো অপশন কে পাবলিক করে দিন। তাহলেই ফলোয়ার অপশন টি চালু হয়ে যাবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App