Arman

Call

বৃদ্ধি, প্রজনন, পরিব্যাপ্তি, অভিব্যপ্তি, অনুভূতিসম্পন্ন প্রেটোপ্লাজম নামক এক প্রকার জটিল জৈব বস্তুর বিকশিত শক্তিকে জীবন বলে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রাণী ও উদ্ভিদ সকল জীবেরই প্রাণ বা জীবন রয়েছে। বিজ্ঞানের ভাষায় জীবন হচ্ছেঃ 'যতক্ষণ পর্যন্ত জীবদেহের প্রতিটি অঙ্গ সচল থাকে এবং যতক্ষণ পর্যন্ত জীবদেহের প্রতিটি অঙ্গ চিরদিনের জন‍্য একেবারে নিস্তেজ বা নিষ্প্রভ না হয়ে যায়'। দেহে জীবন বা প্রাণ থাকলে দেহ কাজ করে আর মৃত‍্যুর মাধ‍্যমে এ জীবনের পরিসমাপ্তি ঘটে। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

জীবন বা প্রাণ এমন একটি অবস্থা, যা একটি অর্গানিজমকে জড় পদার্থ (প্রাণহীন) ও মৃত অবস্থা থেকে পৃথক করে। জীবন খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি, পরিচলন ইত্যাদি কর্মকান্ড জীবনের উপস্থিতি নির্দেশ করে। জীবন বা প্রাণ বিষয়ক শিক্ষা জীববিজ্ঞানে আলোচিত হয়। প্রোটোপ্লাজমের ক্রিয়াকলাপকে জীবন বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ