একজন লন্ডন প্রবাসী আমার প্রতি অত্যাচার,জুলুম, আগাত করেছে ভিবিন্ন মাধ্যমে । এখন সে আবার খুব দ্রুত চলে যাবে । আমি কি করে, কিভাবে, কি করলে আমি তাকে বাংলাদেশ এয়ারপোর্ট  এ আটকাতে পারবো । (আমি আদালতে একটি মামলা করবো ।) কিন্তু, মামলার নুটিশ তার কাছে যেতে যেতে সে হয় তো চলে যাবে ।  তাকে আটকানুর কোনো মাধ্যম আছে কি ??  প্লিজ কারো জানা থাকলে আমাকে জানিয়ে দিবেন ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মামলা না করা ব্যতীত আর কোন ওয়ে নাই ভাই। আপনি সরাসরি মামলা করে দেন। ও দেশের বাইরে গেলেও ওকে ফেরত আসতে হবে। আর ইংল্যান্ডে একটা বিষয় হলো তারা যদি বুঝতে পারে যে ব্যক্তি নিজ দেশে গেলে জানের ভয় আছে তবে তারা ফেরত দিতে পারবে না । আপনি মামলা করলে যেহেতু তার Death sentence হবে না সেহেতু তাকে তারা ফিরিয়ে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

হ্যাঁ তাকে আটকাতে পারবে,বাংলাদেশ এয়ারপোট কাষ্ট অফিসারের সহায়তায় তাকে আটকাতে পারবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ