আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? এটা আমার প্রথম পোস্ট , কোনো ভুল হলে ক্ষমার করবেন । আশা করি পরিপূর্ণ সাহায্য করবেন ।

আমরা মুদি-মনিহারী ব্যবসা করে । পাইকারি ও খুচরা পণ্য বিক্রি করা হয় । সম্প্রতি বেশ মোটা অঙ্কের টাকা loss হয়েছে । যার হিসাব টালি/হিসাবের খাতায় উল্লেখ্য নেই । এখন বাবা চাচ্ছে দোকানের হিসাব আরো নিখুঁত ভাবে রাখার জন্য দোকানে COMPUTER ব্যবহার করতে । এই ব্যপারে কয়েকজনের সাথে কথা বলেছি, ''কেউ বলেছে MICROSOFT EXCEL ব্যবহার সহজ হবে''/ ''SOFTWARE ORDER দিয়ে বানালে সহজ হবে( খরচ ২-৩ লাখ- এটা তে আব্বু তেমন আগ্রহী নয় )''/ ''আবার কেউ বলেছ CCTV CAMERA ব্যবহার করার কথা'' । সমস্যা হচ্ছে কেউ FULL INFORMATION দিতে পারছে না ।  সবাই JUST IDEA দিচ্ছে, তেমন কোনো উপকার হচ্ছে না ।

আপনাদের কাছে পুরু ব্যপার টা জানতে চাই । কোন WAY EASY TO USE ও কম খরচ এবং ঝামেলা মুক্ত হবে ।  

সাহায্য করলে অনেক অনেক উপকৃত হবো । কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । 

ধন্যবাদ ।


বিঃদ্রঃ  প্রশ্নঃ- মুদী দোকানের হিসাব ভাল ভাবে রাখার জন্য কি করতে পারি? (পাইকারি ও খুচরা পণ্য বিক্রি করা হয় ) 

শেয়ার করুন বন্ধুর সাথে
ANNazrul

Call

আমার মতে ভাইয়া আপনি কম্পিউটার এর সাহায্য Microsoft Excel দিয়েই হিসাব রাখতে পারেন।এটাই অলমোস্ট বেটার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ