হাদিস ও কুর'আনের আয়াত উল্লেখ করলে ভালো হয়। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা নতুন কোন রেওয়াজ নয়। যা রাসুল (সাঃ) নিজেই আমল করতেন। মাহমূদ ইবনে খালিদ (রহঃ) আমরাহ থেকে তার ভগ্নির সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি সূরা কাহাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যবান মোবারক হতে শুনে শুনে মুখস্থ করেছি। তিনি এই সূরাটি প্রত্যেক জুমার দিনে তিলাওয়াত করতেন। ইমাম আবু দাউদ (রাঃ) বলেন, এই হাদীসের অন্য সনদে ‘আমরাহ্‌’ থেকে উম্মে হিশাম বিনতে হারিছা ইবনুন্‌ নুমান হতে বর্ণিত। (এতে বুঝা যায় যে, বর্ণনাকারীনির নাম ছিল উম্মে হিশাম) সূনান আবু দাউদ। হাদিস নম্বরঃ ১১০২ হাদিসের মানঃ সহিহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা রেওয়াজ নয়,বরং এটা হাদীসে রাসুল সাঃ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ