Call

আপনি প্রথমে নিজের মনের ভাবনা অনুসারে কবিতা, গল্প, বই লিখুন।

কবিতা বেশ কঠিন, এটা নিজস্ব আকর্ষণে লিখতে হয়। আকর্ষণ না থাকলে বাদ দিন।

গল্পগুলো নিজের জীবনের ঘটনার সাথে কিছু যোগ করে তারপরে লিখুন। নিজের না হলেও অন্য কারোর জীবনের হতে পারে। তা নাহলে যদি নিজেই মনগড়ে লিখতে পারেন, তাও ভালো।

বই হিসেবে আপনি উপন্যাস লিখুন। গল্পে যা বললাম একইভাবে। শুধু একটু পরিমাপে বড় হতে হবে। উপন্যাস লেখার একটা কৌশল হচ্ছে লক্ষ্যে একটা ঘটনা ধরে বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই ঘটনা পর্যন্ত নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ