আমার বয়স ২০ বছর। আমি অনেক সময় যে কথায় হাঁসা উচিত নয় সে কথায় হেসে ফেলি। ফলে অনেকে আমাকে ভুল বুঝতেছে। আবার টিউশনি করতে গেলে অনেক সময় স্টুডেন্ট এর কছে সিরিয়াস হতে পারি না।
শেয়ার করুন বন্ধুর সাথে

আগে নিজের মনকে কন্টোল করুন।

অতি কম কথা বলুন, এবং কথা বলার

আগে ভেবে চিন্তে বলুন। নিজের উপর

একটু বেশি প্রধান্য দিন। নিজেকে

একটু মূল্যবান ভাবতে শিখুন। মনে

রাখবেন, কথায় কথায় হাসলে আপনি

মানুষের কাছে অতি হালকা ও হাসির

পাত্র হয়ে যাবেন। এসব কথা ভেবে

নিজেকে দ্রূত পরিবর্তন করে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ