টবে লাউ গাছে ইউরিয়া সার কতটুকু কিভাবে দিব? ১ কেজি ইউরিয়া সারের দাম কত?
শেয়ার করুন বন্ধুর সাথে
shaholi

Call

ইউরিয়া সার সংরক্ষন করে |হাতে এক মুষ্ঠি ইউরিয়া সার নিয়ে হালকা করে প্রতাটা গাছের গোড়ায় ছিটিয়ে দিন |তবে বেশি ঘন যেন নাহয় | গাছের গোড়া গুলোতে যেন ভিজা অথবা পানি থাকে |প্রতি কেজি ইউরিয়া সারের মূল্যা ২০ টাকা |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একমুষ্টির অর্ধেক পরিমান সার হাল্কাভাবে ছিটিয়ে দিবেন। কেন না অতিরোক্ত সার প্রয়োগ করলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। আর ১কেজি ইউরিয়া সারের দাম ২০-২২ টাকার মত বগুড়ায় ২১টাকা প্রতি কেজি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টবে লাউ গাছে ইউরিয়া সার না দেওয়াই ভালো এতে গাছের খতি হতে পারে ,

প্রয়জন হলে যে কোন  যৈব সার বা  (কেচো) কম্পস্ট সার ব্যাবহার  করতে পারেন , আমি নিজে ব্যাবহার করেছি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ