Atiquzzaman

Call

আপনার যেহেতু সামনে পরীক্ষা আশা করি আপনার মোটামুটি সব বই পড়া শেষ। »এখন আপনি প্রতিটি বইয়ের কঠিন পার্ট এবং আপনার কাছে যেগুলো সমস্যা মনে হয় সেগুলো বেশি বেশি চর্চা করুন। »আপনার কাছে মোটামুটি যেগুলা ইনপর্টেন মনে হয় সেই পার্টগুলোতে একটু বেশি গুরুত্ব দিন। »পাশাপাশি অন্যন্য পার্টগুলো পড়ুন। ইনশাআল্লা আপনার প্রস্তুতি ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

এখনও তিনমাস বাকি আছে। প্রতিদিন অন্তত পাঁচ ঘন্টা করে পড়লে অনেক ভালো ফলাফল করা যাবে। একটা অংক দুই থেকে তিনবার করে করবেন এতে অংকটা স্মৃতিতে বেশি দিন থাকবে। ইংরেজিতে শুধু Rule পড়লেই হবে না Rule পড়ার পাশাপাশি প্রচুর অনুশীলন করতে হবে। রসায়নের বিক্রিয়াগুলো ভালো করে পড়বেন এবং লিখবেন যাতে মনে থাকে। পদার্থের ক্ষেত্রে অংক বেশি আসে গ ও ঘ নম্বরে তাই অংক বেশি করে করবেন। রসায়নে অংক, বিক্রিয়া , ব্যাখ্যা এগুলো আসে তাই এগুলো অনুশীলন করুন। টেস্ট পেপার নিয়ে অনুশীলন করলে ভালো ফল পেতে পারেন। আমার মতে লেকচার টেস্ট পেপার ভালো হবে। তাই ভালো ফলাফল করার জন্য প্রচুর অনুশীলন করুন ও যথেষ্ট পরিমাণে পড়ুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ